জন্মদিনে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিলেন সিঙ্গাপুর প্রবাসী চম্পা জামান


নাটোর প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত জনসমাগমে নিষেধাজ্ঞা এবং প্রতিষ্ঠান বন্ধের কারণে কর্মহীন হয়ে পড়েছন অনেক মানুষ। নিজের জন্মদিনে এরকম গরিব ও কর্মহীন এক হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা নাটোর জেলা কৃষক লীগের সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সিঙ্গাপুরের এইস.সি. জেড কোম্পানীর ডাইরেক্টর চম্পা জামান।
জানা যায়, আজ শনিবার (২৬ জুন) সকালে নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউপির গৌরিপুর গ্রামের কর্মহীন মানুষকে এই খাদ্য সহায়তা করেন পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক হাসানুজ্জান, হাসিবুল হাসান হাসিব ,পারুল ইসলাম, পান্না বেগম, ফারহান রহমান পাপ্পু ,ঝনা বেগম , লুৎফর রহমান প্রমূখ।
চম্পা জামান বিটিসি নিউজকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সব নেতাকর্মীকে কর্মহীন মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। নেত্রীর আদেশ মেনে আমি এখন পর্যন্ত এক হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছি। জন্মদিনের খরচের টাকা দিয়ে গরিব মানুষদের সহায়তা করেছি। আগামীতেই করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.