জনশূন্য রাজধানী : এই সময় চুরি-ডাকাতি ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: করোনাভাইরাসে প্রতিরোধে ঘরে থাকার সরকারি নির্দেশনার কারণে জনশূন্য হয়ে পড়েছে রাজধানী ঢাকার রাস্তাঘাট ও বিভিন্ন এলাকা। সাধারণ ছুটি ঘোষণা করায় অনেকেই পরিবারসহ গ্রামে চলে গেছেন। করোনাভাইরাসের এই প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় চুরি-ডাকাতি যেন না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আজ শুক্রবার (২৭ মার্চ) ধানমণ্ডিতে নিজ বাসভবনের সামনে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরীতে দুইটি এনজিওর সচেতনতা কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্ক্ষলা বাহিনী সতর্ক রয়েছে। তারা সরকারি নির্দেশ মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করছেন এবং যাতে চুরি-ডাকাতি না হয় সেজন্যও তারা চোখ-কান খোলা রেখে কাজ করছে।’

তিনি বলেন, ‘জনগণ যদি সচেতন হয় তাহলে ইউরোপীয় দেশগুলোর মতো আমাদের দেশে করোনাভাইরাসের বিস্তার ঘটবে না।’

করোনাভাইরাস প্রতিরোধে এনজিও’র ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনিজিওগুলো নিজ উদ্যোগে যে কাজ করছেন সেজন্য তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের আহ্বানে সারা বাংলাদেশের মানুষ যেন সচেতন হন এবং ঘুরে দাঁড়ান করোনার বিরুদ্ধে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৪ ঘণ্টার একটি সেল খোলা রয়েছে। কোথায় কী হচ্ছে তার আমরা একটা খোঁজ-খবর রাখছি এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি।’

এ সময় অহেতুক রাস্তাঘাটে বের না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.