টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলা স্টেডিয়ামে শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
ম্যাচটি উপভোগ শেষে তিনি বিজয়ী দল ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শহরতলির বাসাখানপুরে প্রস্তাবিত শহীদ ফারুক চেয়ারম্যান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে যমুনা এক্সপ্রেস (ভুয়াপুর) বনাম আয়ান এক্সপ্রেস (বার্থা) এই দল দুটি মুখোমুখি হয়।
খেলায় যমুনা এক্সপ্রেস- আয়ান এক্সপ্রেসকে ৩-০ গোলে পরাজিত করে।
উৎসবমুখর পরিবেশে আগত প্রচুর মানুষ ও ফুটবলপ্রেমী দর্শকদের উদ্দেশ্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী দিনে এ ধরনের আয়োজন এর মধ্য দিয়ে এদেশে- ইনশাল্লাহ, আমরা ভালো ভালো প্রতিভাবান খেলোয়ার খুঁজে পেতে সক্ষম হব।
নিজের বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে, এলাকাবাসীর দাবি অনুযায়ী উপজেলা স্টেডিয়ামের নামকরণ করা হবে শহীদ ফারুক স্টেডিয়াম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহীদ রফিকুল ইসলাম ফারুকের ছোট ভাই, টুর্নামেন্টের অন্যতম আয়োজক লাবলু মিয়া (লাবু চেয়ারম্যান) প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

















