জনগনের নিরাপত্তায় পুলিশ সজাগ থাকবে – নাটোরের পুলিশ সুপার

নাটোর প্রতিনিধি:  গতকাল বুথবার নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পুলিশের ব্যর্থতা থাকলে অপরাধ বেড়ে যায়, আস্থার জায়গা তৈরি করতে পুলিশকে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মোকাবেলায় পুলিশের ভূয়সী ভূমিকা রয়েছে। সকল অপরাধ দমনে পুলিশকে বেশি সক্রিয় থাকতে হবে। মাদকের সাথে কোন আপোষ নয়, পুলিশের কেউ মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রেস্ট হাউজ বন্ধ করতে হবে, অবৈধ কোন কাজ চলতে দেয়া হবে না। জনগনের সাথে পুলিশের ভালো আচরন করতে হবে।

সিংড়া থানার অফিসার ইনচার্জমনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম,সহকারী পুলিশ সুপার জামিল আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, আলহাজ্ব জাহেদুল ইসলাম ভোলা, মিনহাজ উদ্দিন, রশিদুল ইসলাম মৃধা, মাহবুবুল আলম, অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ।

সভা পরিচালনা করেন, ওসি তদন্ত নেয়ামুল আলম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.