জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপি এ দেশের মানুষের আস্থা অর্জন করেছে, তাই আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
আজ বিকেলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে নগরীর বাটার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সভাপতিত্বে ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, ‘এ দেশের গণমানুষের দল বিএনপিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুসংগঠিত রেখেছেন শত শত জুলুম নির্যাতনের মধ্যেও। তিনি দলের নেতাকর্মীদের বাইরেও দেশীয় এবং আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাই দেশের মানুষ আগামী দিনে তাকেই সর্বোচ্চ নেতা ও অভিভাবক হিসেবে দেখতে চাই।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের মুক্তির জন্য স্বাধীনতা রক্ষার জন্য তারেক রহমানের নেতৃত্ব বিএনপির সব নেতাকর্মী আন্দোলন করে সফল হয়েছে।

এখন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না। তারা বহুল প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠিার জন্য ভোট প্রয়োগ করতে চায়। তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না।
Comments are closed, but trackbacks and pingbacks are open.