জনগণ ক্ষমতার পরিবর্তন চায় : এরশাদ

বিটিসি নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখুন লুটপাট চলছে। জনগণ এই অবস্থা থেকে মুক্তি চায়, ক্ষমতার পরিবর্তন চায়। তিনি বলেন, দেশকে বাঁচাতে হবে। ২৮ বছর ধরে দেশে খুন বেড়েই চলেছে। ‘দুর্নীতির মহাসড়কে এখন পথভ্রষ্ট দেশ । শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। কারণ দেশে এখন নির্বাচন হয় না, সীল মারে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। আজকের এই মহাসমাবেশের জনস্রোত প্রমাণ করে দেশের মানুষ সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতায় চান। আগামী নির্বাচনে লাঙ্গল-মোমবাতি মার্কায় ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে।’

সম্মিলিত জাতীয় জোটের শীর্ষনেতা ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সোলায়মান আলম শেঠসহ অন্য নেতারা বক্তব্য দেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.