ছেলের বিরুদ্ধে মামলা করলেন নিগৃহিত বাবা

 

বিটিসি নিউজ ডেস্ক: ভারতে ছেলের হাতে নিগৃহিত বাবা অবশেষে আইনের পথে হাঁটলেন। ছেলের বিরুদ্ধে মারধরসহ ভরণপোষণ ধারায় মামলা করলেন শতবছর বয়সী বাবা মানিক লাল বিশ্বাস। অশোকনগর থানায় এ মামলা নথিভুক্ত করার পর আজ বৃহস্পতিবার  সকালে বারাসতের মহকুমা আদালতে পাঠানো হয় অভিযুক্ত ছেলে প্রদীপ বিশ্বাসকে।

অশোকনগর থানার আইসি অশীষ দলই জানিয়েছেন, বাবা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে এই মামলা করেছেন। তবে পুলিশ অভিযুক্ত ছেলেকে রিমান্ডের আবেদন করবে না।

দশমীর পর দিন সকালে ছেলেকে না জানিয়ে স্ত্রীকে মিষ্টি খাওয়ানোর অপরাধে ছেলের কাছে চড়থাপ্পড় খেতে হয় অশোকনগর থানার ১৭ নম্বর ওয়ার্ডের বিল্ডিং মোড়ের বাসিন্দা মানিক লাল বিশ্বাসকে। সেই ঘটনা পাশের বাড়ির ছাদ থেকে মোবাইল ফোনে বন্দি করেন এক প্রতিবেশী।

ওই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে সেটি ২৪ অক্টোবর থেকে ভাইরাল হতে শুরু করে। এলাকার মানুষ ভিডিও দেখে ক্ষুব্ধ হন। দলবল নিয়ে মানিক লাল বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাসকে ধরে গণপ্রহার করার চেষ্টাও করে।

কিন্তু পুলিশ গিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনার খবর আজ বৃহস্পতিবার গণমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পরই রাজ্য জুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.