ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যাত্রীদের নিজস্ব বাস দিলো নাটোর পুলিশ

নাটোর প্রতিনিধি: ঈদের ছুটির শেষে ঢাকামুখী মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে এলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন পিপিএম। নাটোরের বড়হরিশপুর বাস টার্মিনালে ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে আসা শতাধিক নিম্ন আয়ের মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন বাসের আশায়।
সকাল থেকে দুপুর পর্যন্ত বাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রচন্ড গরমে শিশুসহ নারী-পুরুষ সবার অবস্থা ছিল করুণ। এমন সময় পুলিশ সুপারের নজরে আসে ঘটনাটি।
মানবিক দায়িত্ববোধ থেকে এক মুহূর্ত দেরি না করে তিনি পুলিশের দুটি বাস পাঠান যাত্রীদের ঢাকাগামী যাত্রা নিশ্চিত করতে। শুধু তাই নয়, যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বোতলজাত ঠান্ডা পানি যা এই প্রচন্ড গরমে ছিল অনেক বড় সহায়তা।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন পিপিএম বলেন, “যারা আজ রাস্তায় ভোগান্তিতে ছিলেন, তারা তো আমাদেরই ভাই-বোন। সামান্য দায়িত্ব পালন করেছি মাত্র। মানুষ যেন পুলিশের কাছ থেকে আন্তরিকতা ও সহানুভ‚তি পায়, সেটাই চাচ্ছি।”
তিনি আরও জানান, এ ধরনের মানবিক সেবা শুধু ঈদের সময় নয়, ভবিষ্যতেও নিয়মিত চলবে।
নাটোর জেলা পুলিশের এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে। সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা পুলিশ সুপারের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপকে প্রশাসনিক আদর্শ হিসেবে দেখছেন। অনেকেই মন্তব্য করছেন,“এমন মানবিক পুলিশ অফিসারই তো জনগণের প্রকৃত বন্ধু।”
এ ধরনের উদ্যোগ দেশে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে কার্যকর ভ‚মিকা রাখবে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা। নাটোরে পুলিশের এই মানবিক চিত্র সারাদেশে ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.