ছিনতাই হওয়া জাহাজের কাছে ভারতীয় রণতরী

ফাইল ছবি
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে সোমালিয়ার উপকূলে ১৫ ভারতীয় ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ছিনতাই হয়েছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে। জাহাজটি উদ্ধারে সেখানে পৌছেছে ভারতীয় রণতরী।
সামরিক কর্মকর্তা শুক্রবার জাহাজটির কাছে পৌঁছান বলে জানিয়েছে এনডিটিভি। ছিনতাইয়ের রিপোর্ট করেছিল ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এটি মূলত ব্রিটিশ সামরিক সংস্থা যা কৌশলগত জলপথে বিভিন্ন জাহাজের গতিবিধি ট্র্যাক করে।
বোর্ডে থাকা ভারতীয় ক্রুরা নিরাপদ এবং মেরিন কমান্ডো মার্কস অপারেশনের জন্য প্রস্তুত বলে সামরিক কর্মকর্তারা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই তার হেলিকপ্টার চালু করেছে এবং জলদস্যুদের ছিনতাইকৃত জাহাজটি পরিত্যাগ করার জন্য সতর্কতা জারি করেছে।
গত মাসে ভারতের উপকূলের কাছে একটি ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়াও সম্প্রতি লোহিত সাগরে শিপিংয়ে বেড়েছে হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেসমুদ্রে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
গত মাসে ভারতের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে এমভি কেম প্লুটো ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.