ছিনতাই চেষ্টা থেকে রক্ষার জন্য সেই বিমানের পাইলট ও ক্রুদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা প্রতিনিধিআজ বৃহস্পতিবার গণভবনে বাংলাদেশ বিমান ছিনতাই চেষ্টা থেকে রক্ষার জন্য সেই বিমানের পাইলট ও কেবিন ক্রুগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে আসলে প্রধানমন্ত্রী তাদের হিরো হিসেবে আখ্যায়িত করে তাদের সাহসিকতা ও দূরদর্শীতার জন্য এই অভিনন্দন জানান।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়া বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন।

এ সময় বিমানের পাইলট গোলাম শফী সেদিনের ঘটনার বিস্তারিত বিবরন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা গভীর মনোযোগ দিয়ে শুনেন  এবং পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দুরদর্শীতার ভূয়সী প্রশংসা করেন।

এসময় সেই দিনের ফ্লাইটের ফাস্ট অফিসার মুনতাসির মাহবুব ও পাচ কেবিন ক্রু উপস্থিত ছিলেন।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন  ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহিবুল হক এবং বিমানের এম ডি মোসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪শে ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ডুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাই  এর চেষ্টা করে একজন দুষ্কৃত কারী,বিমানের পাইলট ও ক্রুদের বিচক্ষণতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। পরে আইন শৃঙখলা ও নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ছিনতাই ঘটনার অবসান হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.