ছিটকে আসা লোহার রডে জাবি ছাত্রের মৃত্যু

 

ঢাকা প্রতিনিধি: রাজধানীর ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা লোহার রডের আঘাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর ধানমণ্ডির মেডিনোভা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে বলে ধানমণ্ডি থানার এসআই গোলাম মোস্তফা জানান।

নিহত মাহমুদ বিন আশরাফ (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনে বিভাগে পড়তেন। আহত ইফতেদার ইভান (২১) ধানমণ্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাকে ওই এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই গোলাম মোস্তফা বিটিসি নিউজকে বলেন, সন্ধ্যার পর মেডিনোভার পাশের ফাঁকা রাস্তায় বন্ধুরা মিলে ক্রিকেট খেলছিলেন আশরাফরা ।

এ সময় পাশে নির্মানাধীন একটি ভবন থেকে একটি বড় লোহার রড ছিটকে এসে রাস্তার ওপর বৈদ্যুতিক তারে পড়লে বিকট শব্দ হয় এবং বিদ্যুৎ চলে যায়।

এরপর লোহার রডটি অশরাফের ঘাড়ে এবং পাশে থাকা ইভানের শরীরে লাগে। দুই জনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই গোলাম মোস্তফা বিটিসি নিউজকে বলেন, লোহার রডের আঘাতে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় আশরাফের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.