BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রীকে টিসি দেয়ার হুমকির প্রতিবাদে আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রীকে টিসি দেয়ার হুমকির প্রতিবাদে আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে টিসি দিয়ে বের করে দেয়ার হুমকির ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে ওই বিদ্যালয় চত্ত¡র ও চাঁপাপুর বাজার সড়কে বিক্ষোভ মিছিল করেন।

আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়াটি ১৯৬২ সালে স্থাপিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থি রয়েছে। গৌর চন্দ্র পাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে সম্প্রতি ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাঈম হোসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বিষয়টি সরজমিনে তদন্ত করেন। তদন্তের দিন অভিভাবক সদস্য সাঈম উদ্দিন মেয়ে বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মানতাসা আক্তার সিনথিয়া বিদ্যালয় থেকে বের হয়ে যাবার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল তাকে থামিয়ে বিদ্যালয় ত্যাগ করে কেন যাচ্ছে এমন প্রশ্ন করে সিনথিয়াকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিবে বলে হুমকি দেন বলে অভিযোগ করে ওই ছাত্রী।

এঘটনায় শিক্ষার্থিরা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বেলা ১১টায় ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের পদত্যাগ চেয়ে বিদ্যালয় চত্ত¡র ও চাঁপাপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

অভিভাবক সদস্য ও ছাত্রী মানতাসার বাবা সাঈম উদ্দিন বলেন, তার মেয়ে মানতাসা আক্তার সিনথিয়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেয়ার হুমকি দেয়ার কারনে শিক্ষার্থিরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে এ বিক্ষোভ করে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল বলেন, বিদ্যালয় চলাকালে কয়েক জন শিক্ষার্থিরা ক্লাস ছেড়ে বের হয়। এজন্য মানতাসা আক্তারসহ কয়েক জনকে বকাবকি করি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার রূপগঞ্জের পূর্বাচলে পরিচ্ছন্ন কার্যক্রম নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের বাসার সামনে প্রস্তুত বিশেষ বুলেট প্রুফ গাড়ি মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-১০ তারেক রহমানের প্রত্যাবর্তন-সংবর্ধনা ঘিরে জনদুর্ভোগের জন্য বিএনপি’র দুঃখ প্রকাশ তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত-৩