ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার ৩ দিনের মাথায়

 

বিটিসি নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে । তদন্ত কমিটির রিপোর্টে এশা নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে এ তথ্যে বলা হয়।

গত মঙ্গলবার রাতে কোটা সংস্কারের জন্য আন্দোলনকারীদের ওপর নির্যাতনের অভিযোগে এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। একই সঙ্গে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়। অবশ্য ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম লেখা হয়েছে ‘ইশারাত জাহান ইশা’। এর আগে বহিষ্কার এবং তদন্ত কমিটি গঠনের সময়ও একই বানানে সংবাদবিজ্ঞপ্তি দেয়া হয়েছিল।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ওই ছাত্রী ফেইসবুকে নিজের নাম লেখেন ‘ইফফাত জাহান এশা’। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.