ছাত্রলীগ নেতা উজ্জ্বল সরকারের মায়ের ইন্তেকাল
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ সভাপতি উজ্জ্বল সরকারের মাতা মায়া রানী সরকার মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (আইসিইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ছাত্রলীগ নেতা উজ্জ্বল সরকার জানান, তার মা গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মস্তিস্কে রক্ত খরন জনিত সমস্যা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-এ ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে ৮টায় মারা যান। পরে আজ বিকেল সাড়ে ৫টায় মহানগরীর পঞ্চবট্টী মহা শশ্মান ঘাটে মরদেহের শেষ কৃত্য সম্পন্ন হয়। এসময় রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বোয়ালিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র ঘোষ, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, সাবেক ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিকসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তিনি তার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.