BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর

ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর

বিটিসি বিনোদন ডেস্ক: এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় অভিনেত্রী মৌনি রায়। হরিয়ানার কর্ণালে সম্প্রতি ঘটে ঘটনাটি। বলিউডের এই বাঙালি কন্যার অভিযোগ, দর্শকদের মধ্যে থাকা কিছু বয়স্ক পুরুষ তাকে হেনস্থা করেছিলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকা তার অভিজ্ঞতা ভাগ করে নেন।

অভিনেত্রী জানান, তিনি যখন মঞ্চের দিকে যাচ্ছিলেন, তখন কয়েকজন লোক ছবি তোলার অজুহাতে তার কোমর স্পর্শ করেছিলেন।

তিনি লেখেন, ‘কর্ণালে আমার একটা অনুষ্ঠান ছিল। অতিথিদের আচরণে আমি অত্যন্ত হতাশ, বিশেষ করে দু’জন লোক যারা আমার দাদু বয়সী তারা আমার সঙ্গে এই আচরণ করেন।

অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, আমি মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময়, একজন তার পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলার জন্য আমার কাছে আসেন।

তারপর আমার কোমরে হাত রেখেছিলেন।’

নায়িকা জানান, তিনি আপত্তি জানান তাকে হেনস্থ করা হয়। তিনি আরও লেখেন, ‘যখন আমি বললাম- স্যার, দয়া করে আপনার হাত সরিয়ে দিন তখন আমার কথাটা ওদের পছন্দ হয়নি।’

মৌনির মতে, মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

তার সামনে দাঁড়িয়ে থাকা দু’জন ব্যক্তি অশ্লীল মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি এবং গালিগালাজ করেন।

নায়িকার কথায়, ‘মঞ্চের সামনে দুজন ব্যক্তি আমার ঠিক সামনে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি কর ছিলেন। তারা আমাকে গালিগালাজও করেন। আমি এটা বুঝতে পেরে প্রথমে ভদ্র ভাবে তাদের তা না করতে অনুরোধ করি। তারপর তারা আমার দিকে গোলাপ ছুঁড়ে মারতে শুরু করেন।

তারপর, পরিবেশনার মাঝখানে, আমি মঞ্চ ছেড়ে চলে যাই, এরপর কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে এসে আমার অনুষ্ঠান শেষ করি। এরপরও, থামেনি আয়োজকরা ওদের সামনে থেকে সরিয়ে দেয়।’

কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মৌনি লেখেন, ‘আমরা শিল্পী, আমাদের শিল্পের মাধ্যমে সৎভাবে জীবিকা নির্বাহের চেষ্টা করছি। ভাবুন তো, এই এরা যদি তাদের বন্ধুরা তাদের মেয়ে, বোন বা পরিবারের অন্য কোনও সদস্যের সঙ্গে এইভাবে আচরণ করত তাহলে কী করত! লজ্জা লাগা দরকার!’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ