ছবির উৎসবে বাংলা-প্রেম

বিশেষ (ভারত) প্রতিনিধি: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবু সবকিছু ছাড়িয়ে বাংলা ভাষার প্রতি অনুরাগ বিশেষ মাত্রা দিল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানকে।
বিগ-বি অমিতাভ বচ্চন থেকে শুরু করে বাদশা শাহরুখ খান – বক্তব্য পেশ করলেন বাংলায়। তা শুনে মন ভরে গেল উৎসবের উদ্বোধক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবেগাপ্লুত হয়ে পড়লেন বাংলাদেশের মেগাস্টার চঞ্চল চৌধুরী।
ভারতীয় চলচ্চিত্রের আইকন হিসেবে অভিহিত করে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এক ব্যতিক্রমী মাত্রা পেল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
স্ত্রী জয়া বচ্চনকে সঙ্গে নিয়েই কলকাতায় এসেছিলেন বাংলার জামাই অমিতাভ বচ্চন।
অমিতাভ – জয়া জুটির মেগাহিট হিন্দি ছবি ‘অভিমান’ দিয়েই শুরু হল ছবির উৎসব।
উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, রানি মুখার্জির মতো বলিউড তারকারা এবং প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবের মতো বাংলা ছবির জনপ্রিয় প্রতিভারা।
বিশেষ অতিথির তালিকায় বিশিষ্ট গায়ক কুমার শানু এবং অরিজিৎ সিং।
এবারের উৎসবে বিশেষ আকর্ষণ, গৌতম ঘোষ পরিচালিত ‘মুজিব ইন ক্যালকাটা’।
ঝড় তুলবে বাংলাদেশের ছবি ‘ হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই ছবিতে নায়কের ভূমিকায় চঞ্চল চৌধুরী।
এছাড়া, গোল্ডেন উইং অফ ওয়াটারককস ঘিরেও আকর্ষণ তুঙ্গে। উৎসব চলবে ১০ দিন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি সৌম্য সিংহ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.