চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চ্যানেল আই চেতনা চত্বরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ‘চ্যানেল আই প্রকৃতি মেলা’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের চ্যানেল আই জেলা কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ১০টার দিকে বের হয়ে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” ‘সুন্দর প্রকৃতি পরিবেশ ও জলবায়ু রক্ষায় সচেষ্ট হোন, আপনার কাছের মানুষটিকেও সচেতন করুন’ শ্লোগানে র‌্যালীতে অতিথি ছিলেন জেলা প্রশাসনের এনডিসি মো. আসাদুজ্জামান, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর উপদেষ্টা এনামুল হক তুফান, আমার চ্যানেল আই দর্শক ফোরাম সদস্য এ্যাড. মো. আব্দুল কাশেম, আনিসুল হক, সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান, কলেজ শিক্ষক নওসাবাহ নওরীন নেহা।

অনিবার্য কারণে র‌্যালীতে অংশ গ্রহণ করতে না পারলেও শুভেচ্ছা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা মো. এরফান আলী। শুক্রবার বিকেলে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা মো. এরফান আলীকে ‘প্রকৃতি ও জীবন’ লেখা উত্তরীয় পরিয়ে দেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। র‌্যালীতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রফিকুল আলম, জেলা স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশালিন হক, চ্যানেল এসটিভির জেলা প্রতিনিধি মো. ইসাহাক আলী, মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র সভাপতি আখতারুজ্জামান আখতার, সাংবাদিক রবিউল টুটুল, মো. জমশেদ আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্যগণ, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর উপদেষ্টা পরিষদের সদস্যগণ, ‘দর্পণ ইয়ুথ ক্লাব’ এর সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের ব্যান্ড দল।

উপস্থিত ছিলেন ‘দর্পণ ইয়ুথ ক্লাব’ এর সদস্য দিপালী রাণী দাস, নায়েলা রেজওয়ানা প্রত্যাশা, মো. আব্দুল হাকিম, মোসা. উম্মে হাবিবা খাতুন, মো. নুরে আলম সিহাদ, মো. ফারদিন জাহান, মিমমারা খাতুন নিশা, বিপাশা হোসেন, শামসুন্নাহারসহ অন্যরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.