চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেলো ৩ ব্যবসায়ীসহ ৬টি গরু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে ৩ জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।  আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেই ট্রাকে থাকা ৬টি গরুও মারা গেছে।

নিহতরা হলেন:  ঝিনাইদহ জেলার লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া, একই গ্রামের সামাউল ও ঝিনাইদহের মহেশপুর সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন।

চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বিটিসি নিউজকে জানান, ঈদুল আজহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরুবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন ব্যবসায়ীরা।  আজ ভোরে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ৩ জন গরু ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ধারণা করা হচ্ছে চোখে ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহগুলো উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.