চোরাচালানকৃত তেল ট্যাঙ্কার আটক ইরানের, গ্রেফতার-১৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ২০ লক্ষ লিটারেরও বেশি চোরাচালানকৃত জ্বালানি বহনকারী একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। নৌবাহিনীর সহযোগিতায় জাস্ক বন্দরের কাছে ইরানের একচেটিয়া জলসীমায় এটি আটক করা হয়।
ইরানি সীমান্ত পুলিশের কমান্ডার এসব তথ্য জানান।
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গৌদারজি জানান, হরমোজগান প্রদেশে মোতায়েন সীমান্তরক্ষীরা, গোয়েন্দা তথ্য এবং ইলেকট্রনিক সরঞ্জাম এবং আকাশপথে নজরদারি ব্যবহার করে এই চোরাচালানের কথা জানতে পেরেছিলেন।
তাদের কাছে তথ্য ছিল যে, বৃহৎ জ্বালানি চোরাচালানকারী চক্রগুলো কুহ-ই মোবারক থেকে ২৩ মাইল দূরে ফিনিক্স নামে একটি তৃতীয় দেশের পতাকাবাহী তেল ট্যাঙ্কার ব্যবহার করে উল্লেখযোগ্য পরিমাণে চোরাচালান করা জ্বালানি চুরি করার পরিকল্পনা করছে। এরপর এই অভিযান চালানো হয়।
সীমান্তরক্ষীরা নৌবাহিনীর সাথে সমন্বয় করে ট্যাঙ্কারটি সফলভাবে থামায় এবং পরিদর্শনের পর ২০,৩০,৭৫৫ লিটার চোরাচালানকৃত ডিজেল জ্বালানি আবিষ্কার করে।
ব্রিগেডিয়ার জেনারেল আরও বলেন যে জড়িত ১৭ জন বিদেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং জাস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিশেষজ্ঞরা জব্দকৃত জ্বালানির মূল্য ৭৫৯ বিলিয়ন ইরানি রিয়াল বলে অনুমান করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, সীমান্ত বাহিনী, সমুদ্র এবং স্থল উভয় সীমান্তে অন্যান্য সামরিক ইউনিটের সাথে সমন্বয়ের মাধ্যমে, চোরাচালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.