বিটিসি স্পোর্টস ডেস্ক: রড লেভার অ্যারেনায় এক মহাকাব্যিক জয়ের জন্ম দিলেন কার্লোস আলকারাজ। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জভেরভকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ।
পাঁচ সেটের এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪, ৭-৬(৫), ৬-৭(৩), ৬-৭(৪), ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন আলকারাজ। এই জয়ে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার স্বপ্নের আরও কাছে পৌঁছে গেলেন ২২ বছর বয়সী স্প্যানিয়ার্ড.
মেলবোর্নে ম্যাচের শুরুটা ছিল সমানে সমান। তবে প্রথম সেটে জভেরভের ডাবল ফল্টের সুযোগ কাজে লাগিয়ে ব্রেক পয়েন্ট আদায় করে সেট জিতে নেন আলকারাজ। দ্বিতীয় সেটে জভেরভ ৫-২ ব্যবধানে এগিয়ে গেলেও দুর্দান্ত কামব্যাক করে টাইব্রেকারে সেট নিজেদের করে নেন স্প্যানিশ তারকা।
নাটকীয়তা শুরু হয় তৃতীয় সেটে। ৪-৪ সমতায় থাকার সময় ডান উরুর চোটে পড়েন আলকারাজ। কোর্টে নড়াচড়া করতেই হিমশিম খাচ্ছিলেন তিনি। ৫-৪ ব্যবধানে এগিয়ে থাকার সময় তিনি ‘মেডিক্যাল টাইম-আউট’ নিলে জভেরভ কিছুটা ক্ষুব্ধ হন। চোটের সুযোগ নিয়ে জভেরভ টাইব্রেকারে তৃতীয় ও চতুর্থ সেট জিতে ম্যাচে ২-২ সমতা ফেরান।
নির্ণায়ক পঞ্চম সেটে শুরুতেই পিছিয়ে পড়েন আলকারাজ। জভেরভ ব্রেক পয়েন্ট আদায় করে এগিয়ে যান। কিন্তু হ্যামস্ট্রিংয়ের ব্যথাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ‘ক্লাস’ চেনান আলকারাজ। অসাধারণ শট সিলেকশন আর নিখুঁত প্লেসমেন্টে ঘুরে দাঁড়িয়ে সেটটি ৭-৫ ব্যবধানে জিতে নেন তিনি। গ্যালারিভর্তি দর্শককে সাক্ষী রেখে নিশ্চিত করেন ফাইনালের টিকিট।
রোববারের ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ হবেন নোভাক জোকোভিচ অথবা জান্নিক সিনার। সেই ম্যাচে জিতলেই চারটি ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য কীর্তি বা ‘ক্যারিয়ার স্ল্যাম’ পূর্ণ হবে আলকারাজের। মেলবোর্নের ফাইনালে এখন ইতিহাসের অপেক্ষায় টেনিস বিশ্ব। #

















