চোট সমস্যা সঙ্গী করে গুরুত্বপূর্ণ ম্যাচে ভেনেজুয়েলার সামনে মেক্সিকো

বিটিসি স্পোর্টস ডেস্ক: জ্যামাইকাকে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনার ম্যাচে অধিনায়ককে হারিয়েছে মেক্সিকো। ভেনেজুয়েলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এদসন আলভারেসকে ছাড়াই খেলতে হতে পারে তাদের।
গত রোববার সকালে ‘বি’ গ্রুপের ম‍্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারায় মেক্সিকো। ওই ম্যাচে তাদের জন্য বড় ধাক্কা হয়ে আসে আলভারেসের চোট। ম্যাচের ৩০ মিনিটের সময় হ্যামস্ট্রিং সমস্যায় মাঠ ছেড়ে যান অধিনায়ক।
ভেনেজুয়েলার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দলের কোচ হাইমে লোসানো অবশ্য তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে ম্যাচের আগে অন্য ফুটবলারদের এগিয়ে আসার তাগিদ দেন মেক্সিকো কোচ।
“আমার মতে, আমাদের আরও অনেক নেতা আছে। অবশ্যই টুর্নামেন্টের প্রথম ম্যাচে এভাবে অধিনায়কের ছিটকে যাওয়া খুব বড় ধাক্কা। তবে আমি মনে করি, (জ্যামাইকার বিপক্ষে) দল খুব দ্রুত স্থিতিশীল হয়েছে। সেদিন তারা দারুণ পারফরম করেছে।”
জ্যামাইকা ম্যাচে চোখে জল নিয়ে মাঠ ছাড়া আলভারেসের বদলি হিসেবে নামেন লুইস রোমো। পরে দ্বিতীয়ার্ধে তার কাছ থেকে বল পেয়েই জোরাল শটে ম্যাচের একমাত্র গোলটি করেন জেরার্দো আর্তেগা।
আলভারেসকে ঘিরে অনিশ্চয়তায় ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে রোমোকে।
নিজেদের প্রথম ম্যাচ জিতে দুই দলেরই সংগ্রহ সমান ৩ পয়েন্ট। মুখোমুখি লড়াইয়ে জয়ী দল অনেকটাই এগিয়ে যাবে কোয়ার্টার ফাইনালের পথে।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে মেক্সিকো ও ভেনেজুয়েলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.