চোটের কারণে মাঠের বাইরে নেইমার

বিটিসি স্পোর্টস ডেস্ক: চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার। ফলে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলাতে তাকে আর পাওয়া যাচ্ছে না। প্যারিস সেন্ট জার্মেই তারকা নেইমারকে আগামী ১৬ ফেব্রুয়ারী ন্যু ক্যাম্পে পাচ্ছে না পিএসজি। ব্রাজিলিয়ান এ সুপারস্টার চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।
গত বুধবার (১০ ফেব্রুয়ারী) রাতে ফরাসি কাপে কাঁ’র বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পেয়েছেন নেইমার। ৫৬তম মিনিটে স্টিভ ইয়াগোর নির্দয় চ্যালেঞ্জে বাঁ পায়ের ঊরুতে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন। তার বদলি হন কিলিয়ান এমবাপে। তার চলে যাওয়ার আগেই দলের একমাত্র গোলটি করেন মোয়াসে কিন।
শুধু প্রথম লেগই নয়, আগামী ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসেও বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগে শঙ্কায় নেইমার। এছাড়া লিগ ওয়ানের চারটি ম্যাচে খেলা হবে না তার।
আগামীকাল শনিবার  (১৩ ফেব্রুয়ারী) নিস ও ২২ ফেব্রুয়ারী মোনাকোর ম্যাচ থেকেও ছিটকে গেছেন নেইমার। ২৭ ফেব্রুয়ারী দিজন ও ৪ মার্চ বোর্দোয়ার মাঠেও লিগ ম্যাচে তাকে পাবে না ফরাসি চ্যাম্পিয়নরা।
সব কিছু ঠিক থাকলে ১৫ মার্চ নঁতের বিপক্ষে আবার হয়তো মাঠে ফিরবেন নেইমার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.