চোখ বিশ্বকাপে, অনুশীলনে নেইমার

বিটিসি নিউজ ডেস্ক: অনুশীলনে ফিরেছেন নেইমার ইনজুরি কাটিয়ে দীর্ঘসময় পরে । এই ব্রাজিল তারকা বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে বেশ ঘাম ঝরাচ্ছেন । ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পিএসজির স্ট্রাইকার নেইমার লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ে গুরুতর চোট পান ।
নেইমার অস্ত্রোপচারের পর তার নিজ দেশ ব্রাজিলেই পুনর্বাসনে ছিলেন। শনিবার ফ্রান্সে ফিরে পিএসজির জিমে অনুশীলন শুরু করেন। পিএসজি কোচ উনাই এমরি ইঙ্গিত দিয়েছেন, মৌসুমের শেষ দিকের ম্যাচগুলোতে নেইমার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে পারেন।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.