চেলসির নতুন কোচ টুখেল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের স্থলাভিষিক্ত হলেন টমাস টুখেল। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সাবেক কোচ টুখেলকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিংশ জায়ান্ট ক্লাব চেলসি। বিষয়টি মঙ্গলবার চেলসির ওয়েবসাইটে জানানো হয়।
লন্ডন ক্লাবটির ১১তম কোচ হিসেবে নিয়োগ পেলেন টুখেল। টানা ৫ ম্যাচে জয়হীন থাকায় ২৫ জানুয়ারি বরখাস্ত হন চেলসির প্রধান কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এর একদিনের ব্যবধানে টুখেলকে বেছে নিল ইংলিশ ক্লাবটি। অবশ্য গত মাসে পিএসজি থেকেও বরখাস্ত হন টুখেল।
যদিও প্রায় আড়াই বছরের মেয়াদে টুখেলের অধীনে দুটি লিগ ওয়ান এবং একটি করে ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপ জিতে পিএসজি।
চেলসির ইতিহাসে প্রথম জার্মান কোচ হলেন টুখেল। তার সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছে ক্লাবটি। চুক্তিপত্রে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
ব্লুজদের প্রধান কোচের নিয়োগ পাওয়ার পর জার্মান কোচ বলেন, ‘নতুন দলের সঙ্গে সাক্ষাৎ এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ লিগে প্রতিযোগিতা করার জন্য আমার তর সইছে না। ’
৪৭ বছর বয়সী টুখেল আরও বলেন, ‘ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসিতে যে উত্তরাধিকার সৃষ্টি করে গেছে এবং তার কাজের জন্য আমাদের সবার মধ্যে শ্রদ্ধা রয়েছে।’
চেলসির ডিরেক্টর ম্যারিনা গ্র্যানোভস্কিয়া জানান, ‘টুখেল ইউরোপের সেরা কোচদের একজন’। তিনি আরও জানান, চলতি মৌসুমে দলের আরও খেলা বাকি আছে, এ থেকে অর্জনের অনেক কিছু রয়েছে।’
তবে টুখেলের সামনে অনেক চ্যালেঞ্জ। কেননা প্রিমিয়ার লিগে সবশেষ আট ম্যাচের পাঁচটিতেই হেরে পয়েন্ট তালিকার ৯ নম্বরে চেলসি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.