চেলসিকে হারিয়ে জয়ে ফিরল ম্যানইউ

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্কট ম্যাকটমিনের জোড়া গোলে আধিপত্য বিস্তার করে চেলসিকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্লুজদের হারিয়ে এক ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়েও ফিরল এরিক টেন হাগের শিষ্যরা। এদিন ২-১ গোলে জয় পায় দলটি।
বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাকটমিনে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন কোল পালমার। পরে নিজের দ্বিতীয় গোল করেন ম্যাকটমিনে।
ম্যাচের প্রথম ১৬ মিনিটে চারটি সেভ করা সানচেস তিন মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি। বক্সের ভেতর থেকে হ্যারি ম্যাগুইয়ারের শট চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া ঠেকিয়ে দিলেও পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ম্যাকটমিনে।
তবে প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় চেলসি। মুদ্রিকের পাস ধরে বক্সে ঢুকে পড়েন পালমার। তার সামনে প্রতিপক্ষের দুই খেলোয়াড়। জায়গা বানিয়ে নিচু শটে চমৎকার ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান ২১ বছর বয়সী মিডফিল্ডার।
বিরতির পর ৬৯তম মিনিটে দলকে আবার এগিয়ে নেন ম্যাকটমিনে। আলেহান্দ্রো গারনাচোর ক্রসে বক্সে হেডে বল জালে জড়ান তিনি।
লিগে চেলসির বিপক্ষে এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইল ইউনাইটেড (৫ জয়, ৭ ড্র)। সবশেষ তারা হেরেছিল ২০১৭ সালের নভেম্বরে, স্ট্যামফোর্ড ব্রিজে। ওল্ড ট্র্যাফোর্ডে ২০১৩ সালের মে মাসের পর লিগ ম্যাচে আর জিততে পারেনি চেলসি।
১৫ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে ইউনাইটেড। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া চেলসি ১৯ পয়েন্ট নিয়ে দশে আছে। ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। অ্যাস্টন ভিলা ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে। চার নম্বরে শিরোপাধারী সিটির পয়েন্ট ৩০। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.