ননি মাদুয়েকে শুরুতেই চেলসিকে এগিয়ে নেওয়ার পর সিটিকে সমতা ফেরান ইয়োশকো ভার্দিওল। আর্লিং হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকেই ব্যবধান বাড়ান ফিল ফোডেন।
২৩ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে সিটি। গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।
চলতি আসরে এটি তার পঞ্চম গোল, ডিফেন্ডারদের মধ্যে যা সর্বোচ্চ। সিটির হয়ে এখন পর্যন্ত ২৩ বছর বয়সী ভার্দিওলের চেয়ে বেশি গোল করেছেন কেবল আর্লিং হলান্ড ও ফোডেন।
একই তালে শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। হলান্ডের শট ঝাঁপিয়ে ঠেকান চেলসি গোলরক্ষক। পরের মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি সফরকারীদের স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া।
পরের কিছুটা সময় চেলসির রক্ষণে প্রবল চাপ তৈরি করে সিটি। সুযোগও আসে এগিয়ে যাওয়ার। ৬৬তম মিনিটে মার্মাউশ বাইরে মেরে দলকে হতাশ করেন। পরের মিনিটে জালের দেখা পান হলান্ড।
এদেরসনের উঁচু করে বাড়ানো বল ধরে ট্রেভোহ শ্যালোবাকে এড়িয়ে এগিয়ে যান হলান্ড। তাকে ঠেকানোর চেষ্টায় এগিয়ে আসেন সানচেস। কিছুই করতে পারেননি তিনি, উল্টো দলকে ফেলেন বিপদে। জাল ফাঁকা দেখে তড়িঘড়ি করে শট নেন হলান্ড, সেটি জড়ায় জালে।
প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান গোলরক্ষকের এটি পঞ্চম অ্যাসিস্ট। গোলরক্ষকের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.