চেন্নাই টেস্টে চালক’র আসনে ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টে চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনশেষে স্বাগতিকদের লিড ২৪৯ রানের। এর আগে প্রথম ইনিংসে ৩২৯ রান করে ভারত। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। দিনশেষে নিজেদের ২য় ইনিংসে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১ উইকেটে ৫৪ রান।
৬ উইকেটে ৩০০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। স্কোর বোর্ডে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় তারা।

জবাবে ব্যাট করতে নেমে একই পথে হাঁটে ইংল্যান্ড। ৫২ রান করতেই প্রথম সারির পাঁচ উইকেট হারায় তারা। আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান জো রুটও এদিন করতে পারেননি কিছুই। তার সংগ্রহ মাত্র ৬ রান।

বেন ফক্সের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪২ রান। যাতে ভর করে অল্পের জন্য ফলোঅন থেকে রক্ষা পায় ইংল্যান্ড।

একাই পাঁচ উইকেট নিয়ে থ্রি লায়নদের ইনিংসে ধ্বস নামান স্পিনার রবিচন্দন অশ্বিন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪২ রানে শুভমান গিলের উইকেট হারায় ভারত। তবে বাকি সময় আর কোন বিপর্যয়ের মুখে পড়েনি তারা। দিনশেষে অপরাজিত আছেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.