চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ী মাদ্রাসা ছাত্র নিখোঁজ নবাব ৫ দিনের মাথায় যশোর থেকে উদ্ধার 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:  চুয়াডাঙ্গা সদর উপজেলার  বুজরুকগড়গড়ী আল জামিয়াতুল  ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী আব্দুস সালাম নবাবকে নিখোঁজের ৫ দিনের মাথায় যশোর বাস টার্মিনাল থেকে উদ্ধার করেছে তার চাচা তৌরিদ হোসেন।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুস সালাম নবাব (১৩)দামুড়হুদা  উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের ইনজিল হোসেনের ছেলে।
সে চুয়াডাঙ্গা সদর উপজেলার বুজরুকগড়গড়ী  মাদ্রাসার নাজেরা ৩য় শ্রেনীর ছাত্র।সে ২৬ অক্টোবর সকালে মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফিরে আসেনি নবাব ।
আজ মঙ্গলবার দুপুরে নবাবের চাচা তৌরিদ হোসেন হারানো বিজ্ঞাপন ( লিফলেট) বিতরণ করার সময় জানতে পারে কয়েকদিন ধরে একটি ছেলে বাস টার্মিনালে ঘুরাফেরা করছে।
সে তার চাচাকে দেখে হাউ মাউ করে কাঁদতে থাকে। মাদ্রাসা ছাত্র নবাব জানায় মাদ্রাসা শিক্ষকদের অমানুষিক নির্যাতনের শিকার হয়ে মাদ্রাসায় থেকে পালিয়ে যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.