চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: “সত্যের ফুল, ফুটুক কলমে” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে  চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে  দর্শনা কেরু অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা- ২ আসনের রুপকার  সংসদ সদস্য হাজী মো: আলী আজগার টগর।
এতে সভাপতিত্ব করেন দর্শনা প্রেস ক্লাবের সভাপতি মো: আওয়াল হোসেন।
দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির ২২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যদের শপথ পাঠ করান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌরসভার চেয়ারম্যান মো: মতিয়ার রহমান, দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্হাপক পরিচালক মো: মোশারফ হোসেন,দর্শনা থানার অফিসার ইনচার্জ এইচ এম লুৎফুল কবীর, দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ মো: শাহাবুদ্দিন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ফিরোজ আহমেদ সুবুজ, মাসুদুর রহমান মাসুদ, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট, দর্শনা রেল বাজার কমিটির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মিকা। প্রেস ক্লাবের পক্ষে শুভেচ্ছে ও স্বাগত বক্তব্যে রাখেন এস এম ওসমান, নজরুল ইসলাম, মনিরুজ্জামান ধীরু ও ইকরামুল হক পিপুল।
এসময় দর্শনা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হানিফ মন্ডল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.