চুল টান দেওয়ায় লাল কার্ড, প্রতিপক্ষকে উড়িয়ে দিলো চেলসি

বিটিসি স্পোর্টস ডেস্ক: দর্শকদের কাছে হাস্যকর হলেও সাউথাম্পটনের কাছে ব্যাপারটা দারুণ অস্বস্তির। চুল টান দিয়ে লাল কার্ড হজম করা নিদারুণ কষ্টের। কিন্তু যা হওয়ার তা হয়েই গেছে।
চেলসির লেফট-ব্যাক মার্ক কুকুরেল্লার লম্বা চুলের আগায় টান দেওয়ার দায় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন সাউথাম্পটনের অধিনায়ক ও ডিফেন্ডার জ্যাক স্টিফেন্সকে।
রেফারি অবশ্য সিদ্ধান্ত নেওয়ার আগে ভিএআরের সহায়তা নিয়েছেন। যদিও অনফিল্ড রেফারি টনি হ্যারিংটনের অনুমতি ছাড়াই এই ঘটনায় হস্তক্ষেপ করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি মাইক ডিন। ম্যাচের পর অবশ্য এই ঘ্টনার জন্য ক্ষমা চান তিনি।
তবে ভিএআরও স্টিফেন্সের মাঠ ছাড়া রোধ করতে পারেনি। ম্যাচের ৩৯ মিনিটের অপ্রত্যাশিত ঘটনায় ১০ জনের পরিণত হয় সাউথাম্পটন।
চুলে টান দেওয়ার পর স্টিফেন্সের সঙ্গে তর্কে জড়ান চেলসির কুকুরেল্লা (সামনে) ও এনজো ফার্নান্দেজ (পেছনে)। ছবি: সংগৃহীত।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের ঘরের মাঠ সেইন্ট ম্যারি স্টেডিয়ামে সাউথাম্পটন ১০ জনের পরিণত হওয়ার আগেই পিছিয়ে পড়েছিল ৩-১ ব্যবধানে। সফরকারী চেলসির হয়ে গোল করেন অ্যাক্সেল দিসাসি (৭ মিনিটে), ক্রিস্টোফার এনকুনকু (১৭ মিনিটে) ও ননি মাদুয়েকে (৩৪ মিনিটে)। স্বাগতিক সাউথাম্পটনের হয়ে ১১ মিনিটে গোল করেন জো আরিবো।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে চেলসি। ৭৬ মিনিটে কোল পালমারের গোলে ৪-১ গোলে এগিয়ে যায় দ্য ব্লুজরা। ৮৭ মিনিটে সাউথাম্পটনের কফিনের শেষ পেরেক ঠুকে দেন জাডন স্যানচো। এই অর্ধে সাউথাম্পটন কোনো গোল না পাওয়ায় ৫-১ ব্যবধানে জয় পায় এনজো মারেস্কার দল চেলসি।
এ নিয়ে টানা ৬ ম্যাচে অপরাজিত চেলসি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ব্লুজরা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.