চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর মিলল স্বর্ণের বার

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে দর্শনার ঝাঝাডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বিজিবি সশস্ত্র টহলদল দেখে এক মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করলে মোটরসাইকেলটি ফেলে দৌঁড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলে তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৮১৭ গ্রাম (৭০ ভরি)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিটিসি নিউজকে জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলা ও স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.