চুনারুঘাটে প্রতারক চক্রের তিন সদস্য র‌্যাবের হাতে আটক


হবিগঞ্জ  প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

আজ সোমবার বেলা ৩টায় চুনারুঘাটের সুন্দরপুর বাজার এলাকা থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার দেওয়াতলী গ্রামের সনু মিয়ার ছেলে কাওছার মিয়া (৩২), উত্তর বড়জোশ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে নাসিম উদ্দিন (৩৮) এবং গাছিনাজুড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে মহিবুল ইসলাম (৩৮)।

জানা যায়, এই চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজী করতেন। তারা কখনো নিজেদের র‌্যাব, কখনো সিআইডি পরিচয় দিয়ে নিরিহ লোকদের হয়রানি করতেন। চাকুরি দেওয়ার নাম করে সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজকে বলেন, সম্প্রতি চুনারুঘাটের উত্তর বড়জোশ গ্রামের লতু মিয়া এবং কালিকাপুর গ্রামের মো. ফারুক মিয়ার কাছ থেকে চাকুরি দেওয়ার নাম করে ৩ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। আটক কাওছার মিয়া নিজেকে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের কমান্ডার এবং মহিবুল ইসলাম নিজেকে সিআইডি অফিসার পরিচয় দেয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.