চুনারুঘাটের মুন্না আবরার ফাহাদ হত্যায় জড়িত সন্ধেহে পুলিশি প্রকোষ্ঠে! জনগনের পাল্টা পাল্টি যুক্তি

হবিগঞ্জ প্রতিনিধি: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িত সন্দেহে চুনারুঘাটের ইশতিয়াক মুন্না পুলিশি প্রকোষ্টে। কে এই মুন্না?  কি বা তাঁর আসল পরিচয়। বিটিসি নিউজেের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাঁর পরিচয়।

ইশতিয়াক মুন্না হলো চুনারুঘাটের ঘরগাঁও গ্রামের আব্দুল আহাদের পুত্র। স্থানীয় ভাষ্যে একজন বলেন আহাদ মেম্বার বলে পরিচিত। প্রয়াত আহাদ মেম্বার বা মুন্নার পরিবার বিএনপি- এর রাজনীতির সাথে জড়িত। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে, মুন্না বুয়েট ছাত্রলীগে কিভাবে যায়? কিভাবে সে কমিটিতে স্থান পায়?  আবার অনেকেই বলছেন যে,  পরিবার ছাড়া কি কেও নিজস্ব মতামতে চলতে পারে না?

মুন্নার পরিবারের ভাষ্য মতে, আবরার যেদিন হলে হত্যা হয় সেদিন সে চুনারুঘাটে অবস্থান করেছিলো,  বিয়েতে এসেছিলো। সে বিয়ে শেষ করে রাতে চলে যায়। এ প্রসঙ্গে অনেকেই বলছেন যে,  হয়তো বা পরোক্ষভাবে সে জড়িত থাকতে পারে । আবার অনেকে বলছেন সিসিটিভি ফুটেজে মুন্নাকে তো দেখা যায় নি।

এলাকায় এই রকম পাল্টা পাল্টি তর্ক বিতর্কে বিষয়টি ভাসছে। ইশতিয়াক মুন্না চুনারুঘাটে সামাজিক কর্মকান্ডেও জড়িত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত “ক্যাটালিস্ট” সংগঠনের মাধ্যমে শিক্ষামূলক কাজ করতেন।

ইশতিয়াক মুন্না এখন পাঁচ দিনের রিমান্ডে। সত্য বেরিয়ে আসতে সময় বেশী নেই। সকলের মতামত আবরারকে যারা হত্যা করেছে বা জড়িত তাদের সকলেরই শাস্তি হউক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.