চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৮ জুন চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। গত পাঁচ বছরের মধ্যে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম চীন সফর।
এই সফরে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি স্থগিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 
কিউবার সঙ্গে চীনের গোপন চুক্তির খবর প্রকাশের পরপরই ব্লিঙ্কেনের বেইজিং সফরের কথা সামনে এলো।
ব্লিঙ্কেনের সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক  ঘোষণা দেয়নি দুই দেশ। তবে চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং সফরে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ইস্যুতে তার সফর বাতিল হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.