চীন-রাশিয়া থেকে অস্ত্র কিনবে ইরান

(চীন-রাশিয়া থেকে অস্ত্র কিনবে ইরান–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্প প্রশাসন বলছে, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদন ছাড়াই তারা এ নিষেধাজ্ঞা কার্যকর করবে।

এদিকে মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, চীন ও রাশিয়া থেকে অস্ত্র কিনবে ইরান। কিন্তু বিষয়টি কতটা বাস্তব সম্মত?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সপ্তাহে বলেছেন, চীন ও রাশিয়া থেকে ইরানের অস্ত্র ক্রয়ের বিষয়টি তারা রোধ করবে। তেহরান চীন থেকে ট্যাংক ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কথা ভাবছে।

কিন্তু যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে তা প্রতিহত করতে চায়।

তবে চীন ও রাশিয়া বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ। এই হিসেবে মার্কিন বাধা উপেক্ষা করে দেশ দুটি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে কিনা, সেটাই দেখার বিষয়। (সূত্র : পার্স টুডে, ডেইলি সাবাহ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.