চীন-রাশিয়া ও রিপাবলিকানরা জলবায়ুর অগ্রগতি’র ক্ষতি করছে : ওবামা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চলমান কাজের অগ্রগতিকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতারা বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গতকাল সোমবার (০৮ নভেম্বর) ইংল্যান্ডের গ্লাসগোতে চলমান সিওপি২৬ জলবায়ু সামিটে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সামিটে ডেমোক্রেটিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ু পরিবর্তনের বিষয়ে কাজ এড়াতে যারা রাজনীতি করছে তাদের নিন্দা করেছেন।
বারাক ওবামা বলেন, বিশ্বের সবচেয়ে বড় নিঃসরণকারী দুই দেশ বিশেষভাবে চীন ও রাশিয়ার নেতাদের দেখা নিরুৎসাহিতকর ছিল। এমনকি তারা সামিটে অংশ নিতে অস্বীকার করেছে।
তাদের জাতীয় পরিকল্পনাগুলো এখন পর্যন্ত যা প্রতিফলিত করে সেটি জরুরিতার একটি বিপজ্জনক অভাব বলে মনে হচ্ছে। এটা লজ্জার, যোগ করেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.