চীন রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয় যা বললেন বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে আসছে চীন। এ দাবি খোদ মার্কিন প্রশাসনের নানা মহল থেকেই বিভিন্ন সময় উঠেছে। শুক্রবার কানাডা সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব কথা বলেন। 
বাইডেন জানান, এখনো চীন রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করেনি।
কানাডা সফরের সময় তিনি বলেন, ‘আমি গেল তিন মাস ধরেই শুনছি চীন রাশিয়াকে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। তবে তারা এখনো সেটা করেনি। তবে এর মানে এই নয় যে, তারা তেমনটা করবে না। তবে এখনো করেনি।’
বাইডেন আরও বলেন, ‘আমি চীনকে হালকাভাবে নিচ্ছি না। আমি রাশিয়াকেও হালকাভাবে নেইনি।’
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেছেন, ইউক্রেন ইস্যুতে এখনো চীনকে সীমা লঙ্ঘন করতে দেখেননি। (সূত্র: আল জাজিরা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.