চীনে বন্যা-ভূমিধসে নিহত-১০, নিখোঁজ-১৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৮ জন। রোববার (৬ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, চীনের রাজধানী বেইজিংয়ের সংলগ্ন প্রদেশ হেবেইয়ে প্রদেশে শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটে।
বন্যায় হেবেইয়ে প্রদেশের অধিকাংশ এলাকা ডুবে গেছে। সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়েছে। উদ্ধারকর্মীরা ১ কোটির বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে। যারা বাড়িঘর ছাড়েননি তাদেরকে নৌকার মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে ‘লাল সতর্কসংকেত’ জারি করেছে।
দেশটির আবহাওয়া অফিস বলছে, শুধু রাজধানী বেইজিংয়েই গত সপ্তাহে বৃষ্টির পরিমাণ ১৪০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে।
উল্লেখ্য, চীনের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে শুধুমাত্র জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.