চীনে গিয়ে ‘গঠনমূলক’ আলোচনা ব্লিঙ্কেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন গাং-এর বৈঠক হলো। ব্লিঙ্কেন জানিয়েছেন, খোলাখুলি, বাস্তবসম্মত ও গঠনমূলক আলোচনা হয়েছে।
গুপ্তচর-বেলুনকাণ্ডের পাঁচ মাস পর চীন সফর করলেন ব্লিঙ্কেন। বেলুনকাণ্ডের জেরে তিনি আগের সফর বাতিল করেছিলেন। চীন সফরকালে ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন, আলোচনা করবেন। তবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। গত শুক্রবার শি জিনপিং দিনের অনেকটা সময় কাটিয়েছেন মাইক্রোসফটের কর্তা বিল গেটসের সঙ্গে।
আমেরিকা ও চীনের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে যেমন বড় তালিকা আছে, তেমনই বিরোধের তালিকাটাও কম বড় নয়। এই পরিপ্রেক্ষিতে ব্লিঙ্কেনের সফর খুবই গুরুত্বপূর্ণ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় ব্লিঙ্কেন কথাবার্তা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন এবং বলেছেন, আলোচনার প্রক্রিয়া কখনো বন্ধ করা উচিত হবে না।
তবে আলোচনার পর ব্লিঙ্কেন বা কিন কেউই সাংবাদিকদের মুখোমুখি হননি।
ব্লিঙ্কেনের বক্তব্য
চীন যাওয়ার আগে ব্লিঙ্কেন বলেছেন, দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। তিনি চান, তীব্র প্রতিযোগিতার উপযুক্ত কূটনীতি নিয়ে চলতে। নাহলে তীব্র প্রতিযোগিতা অনেক সময়ই বিরোধের জন্ম দেয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.