চীনে কারখানায় আগুন লেগে নিহত-৩৬, নিখোঁজ-২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার বিকালে চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি প্ল্যান্টে আগুন লাগার ঘটনা ঘটে।
এর আগে ২০১৯ সালের মার্চ মাসে, সাংহাই থেকে ২৬০ কিলোমিটার দূরে ইয়ানচেং-এ একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছিলো। বিস্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর ধ্বংস হয়।
তাছাড়াও ২০১৫ সালে উত্তর তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছিলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.