চীনে করোনা ভাইরাস : বাংলাদেশীদের জন্য জরুরী হটলাইন চালু করেছে দূতাবাস

বিটিসি নিউজ ডেস্ক: চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে বাংলাদেশীদের জন্য জরুরী হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ শনিবার (২৫ জানুয়ারী) এ তথ্য জানিয়েছেন।

সামাজিকমাধ্যম ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে হটলাইন খোলা হয়েছে। হটলাইন নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫

দূতাবাসের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ হটলাইন দেখাশোনা করছেন। একই সঙ্গে বাংলাদেশিদের উইচ্যাট গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন।

চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে বাসা থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছে সরকার। এটি সতর্কতামূলক ব্যবস্থা।

এ নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সবাইকে সরকারী নির্দেশ মেনে চলার আহ্বান জানান।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত চীনে ৪১ জন মারা গেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.