চীনের প্রথাগত ওষুধ করোনা চিকিৎসায় সফল : পাকিস্তান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ চিকিৎসায় চীনের প্রথাগত হার্বাল ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষায় সফলতার ঘোষণা দিয়েছে পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষ। আজ সোমবার (১৭ জানুয়ারি) এই ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের ওষুধটির প্রস্তুত করেছে জুক্সিয়েচ্যাং ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এর নাম রাখা হয়েছে জিনহুয়া কিনগান গ্রানুয়েলস (জেএইচকিউজি)। চীনে ইতোমধ্যে করোনা চিকিৎসায় ওষুধটি ব্যবহার হচ্ছে।
পাকিস্তানের ইন্টারন্যাশনাল সেন্টার ফর কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সাইন্স (আইসিসিবিএস) চীনা ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছে। এর পরিচালক ইকবাল চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা করোনার ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষা চালিয়েছি, আশা করছি এটি ওমিক্রনসহ অন্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর হবে।’
ট্রায়ালের প্রধান তদন্তকারী ছিলেন ড. রাজা শাহ। তিনি সাংবাদিকদের বলেন, বাড়িতে রাখা তিনশ’ রোগীর ওপর ওষুধটির পরীক্ষা চালানো হয়। আর এটি মৃদু থেকে মধ্যম আক্রান্তদের ওপর কাজ করবে। তিনি জানান এর কার্যকারিতার হার প্রায় ৮২.৬৭ শতাংশ।
এই পরীক্ষা অনুমোদন করেছে পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.