চীনের প্রতিরক্ষানীতি ও ধারণায় অভিন্ন নিরাপত্তার চেতনা প্রতিফলিত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রোববার চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন শাংরি-লা সংলাপে দেওয়া এক ভাষণে বলেছেন, চীনের প্রতিরক্ষা নীতি ও ধারণায় অভিন্ন নিরাপত্তা অনুসন্ধানের চেতনা প্রতিফলিত হয়েছে।
তিনি জানান, বর্তমানে বিভিন্ন দেশের ভিন্ন নিরাপত্তার চাহিদার প্রেক্ষাপটে একতা খুব দরকার। জোটগত সংঘাত হলে সমস্যা গুরুতর হবে এবং যুদ্ধ ও হাঙ্গামা বাড়বে।
ইউক্রেন সংকটে চীন সবসময় দায়িত্বশীল মনোভাবে শান্তি বাস্তবায়নের চেষ্টা করেছে। চীন সংঘাতে জড়িত কোনো পক্ষকে অস্ত্র দেয়নি, দৃঢ়ভাবে শান্তি ও সংলাপের পক্ষে দাঁড়িয়েছে। ফিলিস্তিন-ইসরায়েলের সংঘাতে চীন ন্যায্যতার চেতনা ধারণ করে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সব শক্তি দিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করেছে।
তিনি জানান, আন্তর্জাতিক নিরাপত্তায় চীনা সশস্ত্র-বাহিনী আরও দায়িত্বের সঙ্গে ব্যাপকভাবে শান্তিরক্ষা, সন্ত্রাস-দমন, উদ্ধারসহ নানা খাতের কার্যক্রম চালিয়েছে। চীন সব পক্ষের সঙ্গে একযোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা এগিয়ে নিতে চায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.