চীনের নতুন আইনের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে হংকয়ের গণতন্ত্রকামী জনগণ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আধা স্বায়ত্তশাসিত হংকংকে নিয়ন্ত্রণে আনতে নতুন নিরাপত্তা আইন করার পরিকল্পনা করছে চীন। এমন পরিস্থিতিতে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছেন হংকংয়ের গণতন্ত্রকামীরা।

হংকং সরকারের অননুমোদিত এই প্রতিবাদ মিছিল দুপুর নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই আইন করা হলে ফের ফুঁসে উঠতে পারে হংকয়ের গণতন্ত্রকামী জনগণ।

হংকংয়ের স্থানীয় গণতন্ত্রকামী আইনপ্রণেতারা গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে চীনের নতুন আইন পরিকল্পনার সমালোচনা করে বার্তা দিয়েছেন। এক টুইট বার্তায় হংকংয়ের গণতন্ত্রকামী নেতা জসুয়া ওং বলেন, বিক্ষোভকারীরা ভালোভাবে জানেন যে আমরা শক্তিশালী হওয়ায় বিক্ষোভ করছি না আমাদের আর কোন উপায় নেই।

গত বছরও এমনই আরেকটি আইন নিয়ে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের সঙ্গে তাদের সম্পর্ক রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। ওই সময় বন্দি প্রত্যর্পণের সুযোগ রেখে চীন একটি আইন পাস করতে চাইলে প্রতিবাদে ফেটে পড়ে হংকং। কয়েক মাসের টানা আন্দোলনের মুখে পিছু হটে চীন। সেই আন্দোলন পরে গণতন্ত্রের দাবিতে রূপ নেয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.