চীনকে মোকাবিলায় যুদ্ধজাহাজ পাঠাল ভারত, বেইজিং-এর ক্ষোভ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত ১৫ জুন লাদাখে হতাহতের জেরে দক্ষিণ চীন সাগরে যুদ্ধাজাহাজ মোতায়েন করেছে ভারত। দুই দেশের মধ্য চলমান আলোচনার মধ্যেই দিল্লি এমন কঠিন পদক্ষেপে নিল।

গালওয়ানের ওই সংঘর্ষের ঘটনার পর বেইজিংকে চাপে রাখতে বিরোধপূর্ণ অঞ্চলে দেশটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। এরই মধ্যে নয়াদিল্লির পদক্ষেপে ক্ষেপেছে চীন।

ওই এলাকায় পিপলস লিবারেশন আর্মির (পিএলও) নৌবাহিনী তার ভূখণ্ডের অংশ হিসেবে বেশীরভাগ জলসীমা দাবী করে, এবং যে কোনো বাহিনীর উপস্থিতিতে আপত্তি জানিয়েছে।

বেইজিং বলছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মধ্যেই যুদ্ধজাহাজের উপস্থিতি বিরোধপূর্ণ।

দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যেই আমেরিকার রণতরীর উপস্থিতি রয়েছে। ভারতীয় বাহিনী নিয়মিতভাবে আমেরিকার সমমানের যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

চীন কয়েক দশক ধরে দক্ষিণ চীন সাগরের একটি বিশাল অংশ নিজেদের দাবি করে আসছে। সেখানে একটি কৃত্রিম দ্বীপে তৈরীর পাশাপাশি সামরিক ঘাঁটি নির্মাণ করে আসছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.