চিলি’র সামরিক বিমান ৩৮ যাত্রী নিয়ে নিখোঁজ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অ্যান্টার্কটিকার পথে থাকা চিলি’র একটি সামরিক বিমানের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানটিতে আরোহী ছিলেন ৩৮ জন। দেশটির বিমানবাহিনী বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজদের মধ্যে ২১ জন যাত্রী রয়েছেন, বাকিরা ক্রু। চিলির বিমানবাহিনী জানিয়েছে নিখোঁজ বিমান ও যাত্রীদের উদ্ধার করতে তল্লাশি ও উদ্ধার কাজ চলছে।

এছাড়া নিউজ এজেন্সি ইএফই জানিয়েছে, নিখোঁজ বিমানের আরোহীদের মধ্যে তিনজন বেসামরিক ছিলেন।

সি-১৩০ হারকিউলিস বিমানটি স্থানীয় সময় গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, চিলি’র প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেই মন্টালভা বেস থেকে ছেড়ে যাওয়া বিমানটি নিখোঁজ হয় কিং জর্জ দ্বীপ থেকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.