চিলির দাবানলে পুড়ে গেছে ১২০০ হেক্টর বনাঞ্চল

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ১২শ হেক্টর বনাঞ্চল। আগুনের কারণে সেখানকার জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
চলতি সপ্তাহে টিয়েরা দিল ফুয়েগো প্রদেশে ভয়াবহ এ দাবানলের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বাহিনী।
সংশ্লিষ্টদের দাবি, মাটিতে শুকনো কাঠ এবং দমকা হাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।
দাবানল নিয়ন্ত্রণে বিমান থেকে পানি দেওয়ার ব্যবস্থার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.