চিতলমারীতে বার্ষিক মতুয়া সম্মেলনও ধর্মসভা অনুষ্ঠিত


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামে গতকাল বৃহস্পতিবার দিনব্যপী স্বর্গীয় বৈষ্ণবাচার্য্য শ্রীমৎ স্বর্গীয় কালিদাস রানা প্রতিষ্ঠিত শ্রী হরিসভা আশ্রম মন্দিরে বার্ষিক সর্ব ধর্মসভা, সাধু সম্মেলনও মতুয়া মহাৎসবের আয়োজন করা হয়েছে।

মন্দিরের সেবক সংঘের আয়োজনে অনুষ্ঠিত এধর্ম সভায় হাজারোভক্ত বৃন্দের পদচারণায় মিলন মেলায় রুপনেয়। হরিনাম কীর্তন ঢাক-ঢোল আর কাশির বাদ্যে মন্দিরাঙ্গন উৎসব মুখর হয়েওঠে।

দুর-দুরন্ত থেকে আগত ভক্তদের উপচেপড়া ভীড়েও মন্দির কমিটির আয়োজকদের সেবাদানের এখানে বিন্দুমাত্র ত্রুটি ছিলনা। ভক্তদের সেবা এবং প্রসাদ বিতরনের দৃশ্যটাও ছিলো চোখে পড়ার মত।

এব্যপারে মন্দির পক্ষের সেবক রুবল রানা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বাংলা ১৩৫৮সালে এমন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এবং যুগযুগ ধরে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত দুর্গোৎসব পালিত হয়ে আসছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.