চিতলমারীতে দুঃস্থদের মাঝে এমপি শেখ হেলালের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলাতে করোনাভাইরাস অতঙ্কে গৃহবন্দি দুঃস্থ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন (এমপি)।
গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ।

প্রথম দিনে ৪শত গৃহবন্দি মানুষের মাঝে ১০ কেজি চাল, এককেজি ডাল, তেল, এককেজি লবন ও দুই কেজি আলু ও হাত ধোয়ার জন্য একটি করে সাবান দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যাক্তি গত সহকারী আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, চিতলমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়াম্যান শেখ নিজাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.