চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

ঢাকা প্রতিনিধি: চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

গতকাল সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী এসকিউ ৪৪৭ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এরআগে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মেডিকেল চেক-আপের জন্য এরশাদের সিঙ্গাপুর যাওয়ার কথা জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছিল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং এরশাদের এপিএস মো. মনজুরুল ইসলাম তার সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন।

হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন বলেও এতে বলা হয়েছিল।

সবশেষ গত ২০ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলেছিলেন এরশাদ। এরপর থেকে কখনও বাসায় কখনও সিএমএইচ-এ ভর্তি রয়েছেন। গত ৬ ডিসেম্বর বনানী কার্যালয়ের সামনে গাড়িতে বসেই তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.